রংপুরের পীরগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ নেতার ডিলার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের চেষ্ঠায় গ্রেফতার-৩ 254 0
রংপুরের পীরগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ নেতার ডিলার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের চেষ্ঠায় গ্রেফতার-৩
পীরগঞ্জ,রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জের গুর্জিপাড়া বাজার থেকে গত বুধবার রাত আনুমাকি ১২ ঘটিকায় ভেন্ডাবাড়ী পুলিশ ৫০ কেজি পরিমাপের ৯০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার কালে চাল ভর্তি ট্রলিসহ ৩ যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হচ্ছে- মিঠাপুকুর উপজেলার গোপিনাথপুর গ্রামের জমশেদ আলীর পুত্র ইসমাইল হোসেন (৩০), পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের ছাইফুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (২৩) ও মহেশপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র রিয়াদ হোসেন (১৮) বলে জানাযায়।
পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সত্যেন্দ্রনাথ, এ এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাদের কে উক্ত স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ ও গ্রেফতার কৃতদের স্বীকারোক্তি মোতাবেক জানাযায়, উপজেলার পান্তাপুকুর গ্রামের চাল ব্যবসায়ী রবিউল ইসলামের নের্তৃত্বে বিশলা গ্রামের লালবুদু, পাকুরিয়া গ্রামের খোকামিয়া ও মহেশপুর গ্রামের সাহেব মিয়ার বাড়ীতে পৃথক পৃথক ভাবে ৫২ বস্তা চাল ক্রয় করে এবং রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় ভেন্ডাবাড়ী খাদ্যগুদামের পাশের্^ ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্জুর হোসেন মন্ডলের পিতা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোয়ার হোসেন মন্ডলের ঘর থেকে ৩৮ বস্তা চাল ট্রিলারে লোড দিয়ে পাচারের উদ্দেশে সাদুল্ল্যাপুর উপজেলায় যাচ্ছিল।
আটককৃত চালগুলি যে খাদ্যবান্ধব কর্মসূচির তা নিশ্চিত করেছে ভেন্ডাবাড়ী সরকারি খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাসাদ্দেকা খাতুন। তবে চালের বস্তাগুলো ভেন্ডাবাড়ী খাদ্যগুদামের নয় বলে জানান তিনি। এব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশের ইনচার্জ শাহীন তালুকদার বলেন, তদন্তে অপরাধী যেই হউক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র বলেন, ত্রানের চাল অথবাা খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির অপরাধে আওয়ামীলীগ নেতা হউক আর নেতার পিতা হউক কাউকে ছাড় দেয়া হবেনা।
অপর পক্ষে ভেন্ডাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বর্তমানে সরকার করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে ঘরে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ত্রান সামগ্রি পৌছে দেয়ার নির্দেশ দিচ্ছে, সেখানে এই সংকটময় পরিস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পিতা মনোয়ার হোসেন মন্ডল কি করে এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটাতে পারে ? এটি অত্যান্ত ধিক্কার জনক। আমি গরীবের চাল চোরদের কঠোর ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই। সেই সাথে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো কোন ক্রমেই যেন মুল হোতারা ছার না পায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলচিল।